নগরীতে অবৈধ মোটরবাইক চালক বিরুধী অভিযান

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৭

নগরীতে অবৈধ মোটরবাইক চালক বিরুধী অভিযান

সিলেট নগরীতে অবৈধ মোটর বাইক চালকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রোববার (১২ফেব্র“য়ারী) বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন মোটরবাইক চালকদের ড্রাইভিং লাইন্সেস সহ বাইকের জরুরী কাগজপত্র না থাকায় জরিমানা ও মামলা করা হয়। পাশাপাশি চালকদেরকে সচেতনতার সাথে চলাচলের জন্য সর্তক করে দেওয়া হয়।
অভিযান কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স। এএসআই সোহেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশও অভিযানে অংশ নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল