নগরীর মাছিমপুরে মহিলার বাসা ভাংচুর ভাড়াটেদের বিতাড়ণের অভিযোগ

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

নগরীর মাছিমপুরে মহিলার বাসা ভাংচুর ভাড়াটেদের বিতাড়ণের অভিযোগ

নগরীর মাছিমপুর এলাকায় একজন মহিলার ভাড়াটে বাসা ও টয়লেট ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মাছিমপুর দোয়েল ১৬নং বাসার মৃত ময়না মিয়ার মেয়ে আফিয়া বেগম কোতোয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মাসুক মিয়ার ছেলে শামীম আহমদ রাসেল আহমদ, ইমন আহমদ, রিমন আহমদ ও আবরার আহমদ আফিয়া বেগমের উপর জুলুম অত্যাচার চালিয়ে আসছে। ২ ডিসেম্বর বেলা ২টার দিকে পূর্ব শত্র“তার জের ধরে আদিয়া বেগমের ভাড়াটিয়াদের মারধর ও গালিগালাজ করে ঘরে থেকে বের করে দেয়। মারধরের ঘটনার প্রতিবাদ করলে তারা আরো উত্তেজিত হয়ে আফিয়া বেগমকে গালিগালিাজ করে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তাকে শারীরিক ভাবে নির্যাতন ও লাঞ্চিত করে। নির্যাতিত পরিবারের অভিযোগ বিচার নালিশ না মেনে হামলাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন উক্ত পরিবার। এদিকে কোতোয়ালী থানা সূত্রে অভিযোগ প্রদানের সত্যতা পাওয়া গেছে। সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ পদক্ষেপ নিবেন বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল