২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬
সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকার মইয়ারচর বাজার থেকে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১টার দিকে মহানগর পুলিশের জালালাবাদ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
রেহানা ইয়াসমিন সুমি (২০) নামের ঐ গৃহবধূর লাশটি ভেতর থেকে দরজা বদ্ধ কক্ষ থেকে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয় বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতর হোসেন জানান।
নিহত রেহানা ইয়াসমিন সুমির বাবার বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ আর শ্বশুরবাড়ি সুনামগঞ্জের মধ্যনগর। তার স্বামী রশিকুজ্জামান মইয়ারচর বাজারে তার এক বোনের স্বামীর মালিকানাধীন ফার্মেসি চালাতো। এই সুবাদে স্ত্রী ও ছয় মাসের এক সন্তান নিয়ে সেখানেই বসবাস করছিল।
পুলিশ ধারণা করছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে রেহানা ইয়াসমিন সুমির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতর হোসেন জানান আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D