নগরী থেকে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

নগরী থেকে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি

motor-cycle-chori1২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার: সিলেট নগরীর বাগবাড়ী বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি বাজাজ ডিসকোভার (১৫০সিসি)  মডেল এর এক ব্যবসায়ীর মোটর সাইকেল (সিলেট ল ১১-৩৬২৭) চুরি হয়েছে। সোমবার দুপুর ০২ টায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আবেদ হোসেন  কতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রি নং ১৬২৪ । ২৬ সেপ্টেম্বর ২০১৬ইং। মোটর সাইকেলের মালিক ট্রাভেলস ব্যবসায়ী শিপন চৌধুরী জানান, তিনি বিদ্যুৎ অফিসের সামনে মোটর সাইকেলটি রেখে ভেতরে যান পরে কাজ শেষে বের হয়ে দেখেন মূহুর্তের মধ্যে তালা ভেংগে চোর গাড়ীটি নিয়ে চম্পট দেয়। পরে তিনি সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে কতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন। কতোয়ালি থানা পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে তিনি জানান। গাড়ীটির সন্ধান পেলে ০১৭১১৩৩৭২৪৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল