সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
গত দু’বছরে ধারাবাহিকভাবে অডিও ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন হয়েছে। একদিকে সিডি মাধ্যম অনেকটাই বিলুপ্ত হয়েছে। এর বদলে ডিজিটাল মাধ্যম জনপ্রিয় হয়ে উঠেছে। ইউটিউব কিংবা মোবাইলেই বেশির ভাগ শ্রোতা গান শোনায় অভ্যস্ত হয়ে পড়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও সেভাবেই গান প্রকাশ করছেন। অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীদের মধ্যে একটি অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়েছে গান নিয়ে, যেটাকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন সংগীতবোদ্ধারা। তবে বিভিন্ন কারণে যেসব সিনিয়র শিল্পী গান থেকে দূরে ছিলেন কিংবা অনিয়মিত ছিলেন তারা গানে আবার নিয়মিত হয়েছেন। তরুণরাতো রয়েছেনই। অনেক সিনিয়র শিল্পী এবং ব্যান্ডও ফিরেছে নিয়মিত গানের ধারায়। আর এ বিষয়টিকে অডিও ইন্ডাস্ট্রির জন্য বড় সুখবর হিসেবেই দেখছেন সংগীতসংশ্লিষ্টরা। কারণ, সিনিয়র ও তরুণ প্রজন্মের সম্মিলিত প্রয়াসই পারে একটি স্বাভাবিক ও সচল অডিও ইন্ডাস্ট্রি তৈরিতে ভূমিকা রাখতে। সিনিয়রদের মধ্যে কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী দীর্ঘ সময় পর ষাট-সত্তরের দশকে নিজের গাওয়া গানগুলো থেকে ৪৫টি গান প্রকাশ করতে যাচ্ছেন একটি অ্যালবামের মাধ্যমে। এটি প্রকাশ করছে বাংলা ঢোল। অন্যদিকে কুমার বিশ্বজিৎ গত দু’বছরে আগের চাইতেও বেশি নিয়মিত হয়েছেন। এমনকি তরুণ প্রজন্মের অনেকের কথা-সুরেও তিনি গান গেয়েছেন সম্প্রতি। গেল ঈদেই প্রকাশ হয়েছে তার গান নিয়ে করা দেশের প্রথম মিউজিক্যাল ছবি ‘সারাংশে তুমি’। এখন নিজের একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ সংগীত তারকা। অন্যদিকে শীর্ষ ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু গেল ঈদে প্রকাশ করেছেন তার ব্যান্ড এলআরবি’র নতুন অ্যালবাম ‘রাখে আল্লাহ মারে কে’। এরই মধ্যে গানগুলো বেশ প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। এখনও নিত্যনতুন গান নিয়ে স্টুডিওতে ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে দীর্ঘ সময় পর নতুন অ্যালবামের কাজ শুরু করছেন ব্যান্ড তারকা জেমসও। এরই মধ্যে এই ঘোষণাও এসেছে। পাশাপাশি ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া, বিপ্লব, হাসান, বাপ্পা মজুমদাররাও নতুন গানে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে সামিনা চৌধুরী নিজের নতুন অ্যালবামের কাজ শেষ করেছেন। ফাহমিদা নবী গেল ঈদে প্রকাশ করছেন নিজের নতুন একক ‘সাদাকালো’। আরও কমপক্ষে দুটি একক অ্যালবামের কাজ করছেন তিনি। জনপ্রিয় শিল্পী কনকচাঁপাও নিজের একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। রবি চৌধুরী শেষ করেছেন নিজের একক অ্যালবামের কাজ, যার সব গানের সুর করেছেন ওপার বাংলার নচিকেতা। ‘পাগল মন’ খ্যাত দিলরুবা খানও নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয় শিল্পী মমতাজ চলতি বছর নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। এরই মধ্যে তার একটি একক, একটি দ্বৈত অ্যালবাম প্রকাশ পেয়েছে। আসছে ঈদে দেলোয়ার আরজুদা শরফের কথায় মমতাজের আরও একটি নতুন অ্যালবাম প্রকাশ পাচ্ছে। এছাড়াও কয়েকদিনের মধ্যে তিনি হাজির হচ্ছেন ‘লোকাল বাস’ শীর্ষক একটি গানের ভিডিও নিয়ে। এদিকে মধ্যে কিছুটা বিরতি নিলেও গত দু’বছর ধরে নিয়মিত গান প্রকাশ করছেন আসিফ আকবরও। এরই মধ্যে ‘প্রজেক্ট ডলি সায়ন্তনি’র কাজ শেষ করেছেন জনপ্রিয় শিল্পী ডলি সায়ন্তনি। আসছে ঈদে এটি প্রকাশের কথা রয়েছে। এছাড়াও সিনিয়রদের মধ্যে নতুন গান নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন শুভ্রদেব, রিজিয়া পারভীন, পলাশ, এসডি রুবেল, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীসহ আরও বেশ কজন তারকা। আর সিনিয়র তারকাদের ফেরা ও নিয়মিত হওয়ার বিষয়টিকে সংগীতবোদ্ধারা দেখছেন অডিও ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে। কারণ এসব শিল্পীর গানেই একটা সময় অডিও ইন্ডাস্ট্রি সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেছিল। সিনিয়র ও চলতি প্রজন্মের শিল্পীদের নিয়মিত গান করার বিষয়টি অব্যাহত থাকলে অডিও ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলেও মনে করছেন সংগীতবোদ্ধারা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd