নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে-শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে-শিক্ষামন্ত্রী

01শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামুলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান, নৈতিক মূল্যবোধ নিয়ে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সেই জন্য শিক্ষকদের অগ্রনি ভূমিকা পালন করতে হবে। সিলেট বিভাগ শিক্ষায় পিছিয়ে পড়েছিল। বর্তমানে শিক্ষায় দ্রুত এগিয়ে যাচ্ছে সিলেট।

তিনি  শনিবার সিলেট সরকারী মহিলা কলেজের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও বিশ্বনাতের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের ২৫ বছর উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক আতিকুর রহমান ও মিডিয়া উপ পরিষদের আহবায়ক মাহবুব আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন শাবিপ্রবির গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের এডভোকেট মোশাহিদ আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মাদ আব্বাছ উদ্দিন, মোর্দ্দাছিরিন বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মাওলানা মনোহর আলী, রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার খাঁ, শিক্ষা অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার দেওয়ান মোহাম্মদ হান জালা, সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম দুদু মিয়া, দাতা সদস্য বাদশা মিয়া, দাদু মিয়া ছৌইল, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: বেলায়েত হোসেন, অধ্যক্ষ নেছার আলী, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল