নতুন স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

নতুন স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

BNP-news-bg20160818212541বিএনপির নতুন স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়।

নবগঠিত এ স্থায়ী কমিটির নতুন মুখ আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ বৈঠকেই অনুপস্থিত। এদের মধ্যে সালাহউদ্দিন ভারতের শিলংয়ে। আর আমীর খসরু রয়েছেন বিদেশ ভ্রমণে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল