১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে প্রবাসী স্বামীকে মারধর করে এক নববধূকে ‘অপহরণ’ করে নেয়ার নেপথ্য কাহিনী বেরিয়ে এসেছে। ওই নববধূই অপহরণ নাটক সাজিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশের হাতে প্রেমিকসহ ধরা পড়েছেন ওই নববধূ।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী জানান, সিলেট নগরীর মিরাবাজার উদ্দীপন আবাসিক এলাকার এক সুইডেন প্রবাসী চলতি মাসের ৪ তারিখে দেশে আসেন। ৭ আগস্ট তিনি উপশহরের এক মেয়েকে বিয়ে করেন। তবে ওই বিয়েতে রাজি ছিল না ওই মেয়ে। উপশহর এলাকার জাহেদ নামক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।
ওসি জানান, গতকাল রবিবার ওই নববধূ তার স্বামীকে নিয়ে এমসি কলেজে বেড়াতে যান। আগে থেকেই প্রেমিক জাহেদকে বিষয়টি জানিয়ে রাখেন ওই নববধূ। জাহেদ তার সঙ্গীদের নিয়ে এসে ওই সুইডেন প্রবাসীকে মারধর করে নববধূকে নিয়ে পালিয়ে যায়।
ওসি আরো জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শাহপরান মাজার এলাকার একটি হোটেল থেকে ওই নববধূকে উদ্ধার করা হয়েছে। এ সময় প্রেমিক জাহেদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D