নব্বই’র গণঅভ্যুথ্যানের উত্তাল দিন

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

নব্বই’র গণঅভ্যুথ্যানের উত্তাল দিন

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। নব্বই এর গণঅভ্যুথ্যানের উত্তাল দিনে স্বৈরাচার পতনের একদিন পূর্বে গণতন্ত্র উদ্ধারের জন্য বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরা সিলেট জেলা ছাত্র সংগ্রাম পরিষদের রাজপথে সেই ঐতিহাসিক মিছিল’র মুহুর্ত। তখন সিলেট রাজপথ ছিল স্বৈরাচার এরশাদের পতন আন্দোলনে মিছিলে মিছিলে উত্তাল। ঐদিন ছাত্র সংগ্রাম পরিষদের অনেক নেতা পুলিশের টেয়ারসেলে আহত হয়ে ছিলেন অনেক আবার গ্রেফতার হয়ে কারা বরণ করেছিলেন।
এই মিছিলে নেতৃত্বে দিয়েছিলেন ততকালিন ছাত্রনেতা সুজাত আলী রফিক, ছাত্রনেতা জগদীশ দাস, ছাত্রনেতা আবু জাহিদ, ছাত্রনেতা সজল চৌধুরী, ছাত্রনেতা রাধিকা শ্যাম চৌধুরী ছাত্রনেতা নজমুল্লা, ছাত্রনেতা আব্দুস শহিদ।
আরেক ছবি দৃশ্যে আজকের এই গণতন্ত্র মুক্ত দিবসে রাজপথে স্বৈরাচার এরশাদ পতনের ততকালিত সময়ে ছাত্রনেতারা রাজপথে উল্লাস করছেন। ছবিতে ততকালিন ছাত্রনেতা জগদীশ দাস, সজল চৌধুরী, আশিক আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল