সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রাইজদিয়া এলাকাতে বুধবার বিকেলে এক যুবককে গ্রেফতার করতে গিয়ে ধাওয়ায় পুকুরে ডুবে ওই যুবকের মৃত্যু ঘটনায় জনতার গণপিটুনীতে পুলিশের একজন কনস্টেবলের নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক আবদুল মতিন (৪৫) মাদক বিক্রেতা। আর নিহত পুলিশ কনস্টেবলের নাম আরিফুর রহমান।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, বিকেল ৬টায় এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকাতে আবদুল মতিন নামের এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায়। ওই সময়ে আবদুল মতিন দৌড়ে পালাতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। তখন তাকে ধরতে পুলিশের কনস্টেবল আরিফুর রহমানও পুকুরে যায়। পুকুরে ডুবে আবদুল মতিনের মৃত্যু ঘটে। পরে আরিফুর রহমান তীরে উঠার সময়ে এলাকার লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের কনস্টেবল আরিফুর মারা যায়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে আবদুল মতিন পানাম নগরী পুল এলাকাতে একটি পানের দোকানদার জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় একাধিক সূত্র জানান, মতিন মূলত মাদক সেবন করে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd