সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১
বিনোদন ডেস্ক:
নারী দিবস উপলক্ষ্যে নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শোনো পৃথিবী শোনো’ আজ বিশ্ব নারী দিবস এই শিরোনামে গান নিয়ে এসেছে গীতিকবি অধরা জাহান । গানটির মধ্যে দিয়ে সারাবিশ্বে নারীদেরকে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে। গানের শিরোনাম ‘শোনো পৃথিবী শোনো’। এই গানের সুর করার মধ্যদিয়ে দীর্ঘদিন পর আবারো সুরকার হিসেবে যাত্রা শুরু হলো আলম আরা মিনু’র। আলম আরা মিনু বলেন,‘ আগেও আমি বেশকিছু গানের সুর করেছি। কিন্তু মাঝে সুর করা থেকে বিরত ছিলাম। শোনো পৃথিবী শোন গানটির সুর করার মধ্যদিয়ে আবারো সুরের ভুবনে আমার যাত্রা শুরু হলো। আশা করছি এখন থেকে নিয়মিতই গানের সুর করবো।’ গানটির সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ। গানটিতে কন্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, আঁখি আলমগীর, রিজিয়া পারভীন, কনা, ন্যানসি, নিশীতা বড়–য়া, অবন্তী সিঁথি এবং আলম আরা মিনু নিজেও। গানটিতে কবিতা আবৃত্তি করেছেন বুলবুল মহলানবিশ, অর্পা এবং অধরা জাহান। নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী। গানটি প্রসঙ্গে গীতিকার অধরা জাহান বলেন,‘ আমি মুগ্ধ, আমি আবেগাপ্লুত যারা আমাকে এবং মিনু আপাকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছেন , কবিতা পড়েছেন। তাদের স্নেহ ভালোবাসার প্রতি আমি ঋনী। সুরকার মিনু আপার প্রতি আজীবন শ্রদ্ধা রাখার নিরন্তর চেষ্টা করবো। অনেক কৃতজ্ঞতা মানাম ভাইয়ের প্রতি। পৃথিবীর সকল নারী পুরুষের প্রতি উৎসর্গকৃত আমাদের এই প্রয়াস। কারণ পুরুষহীন কোন নারী দিবসের অস্তিত্ব নেই।’ গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর বলেন,‘ গানটি লেখা এবং সুর করা দু’জন নারীর। যে কারণে গানটির প্রতি সত্যিই এক অন্যরকম ভালোলাগা, ভালোবাসা আছে। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। আমার বিশ্বাস গানটি সবারই ভীষণ ভালো লাগবে। অধরা জাহান জানান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘অধরা’র ক্রিয়েশন’-এ গানটি প্রকাশ পাবে। আবার আজ থেকেই আরটিভিতে গানটির প্রচার শুরু হবে। আগামী ১০ মার্চ অধরার জন্মদিনে আরটিভি’র আয়োজনে গানটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘শোনো পৃথিবী শোনো’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দীপু হাজরা। গত বছর নারীদেরকে শ্রদ্ধা জানিয়ে নারীদেরকে বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছিলেন অধরা জাহান। এবারের নারী দিবসেও তিনি নারীদের শ্রদ্ধাঞ্জলী জানিয়ে একটি গান রচনা করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd