নার্গিস এর উপর হামলার নিন্দা জানিয়েছেন অভিনেতা লিমন

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

নার্গিস এর উপর হামলার নিন্দা জানিয়েছেন অভিনেতা লিমন

14569591_970145666444308_719210113_nসিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নাট্যরঙ্গ সিলেট এর সাধারণ সম্পাদক অভিনেতা সাইফুল আরেফিন লিমন।

তিনি এক বার্তায় বলেন, হামলাকারী যে দলেরই হোক না কেন তার যেন সুষ্ঠু বিচার হয়।

তিনি আরো বলেন, সুষ্ঠু বিচার না হলে সিলেটের সকল নাট্যশিল্পীদের নিয়ে আন্দোলনে যাবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল