নিখোঁজ ছাত্রদল নেতা জুনেদের পরিবারের সাথে কেন্দ্রীয় যুবদল নেতা লিটনের ইফতার

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

নিখোঁজ ছাত্রদল নেতা জুনেদের পরিবারের সাথে কেন্দ্রীয় যুবদল নেতা লিটনের ইফতার

13592432_756461687790613_1682680024579324118_nবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ- আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন নিখোঁজ ছাত্রদল নেতা জুনেদ আহমদের পিতা ও মাতা সহ পরিবারের ইফতার মাহফিলে শরিক হন।

13612201_756461741123941_2178730534713927217_nএসময় আরো উপস্থিত ছিলেন মাজেদ খান, সাইদুর রহমান, তাহসিন মাহদি প্রিন্স, নির্ঝয় রায়।
ইফতার মাহফিলে নিখোঁজ সকল নেতা কর্মীদের ফিরে পেতে ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল