নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত: অলব্রাইট

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৭

নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত: অলব্রাইট

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন স্বরাষ্ট্র সচিব মেডেলিন অলব্রাইট বলেছেন তিনি ’ট্রাম্পের আমেরিকায়’ নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত।

প্রেসিডেন্ট ট্রাম্পের মার্কিন অভিবাসীদের বিরুদ্ধে নির্বাহী পর্যায়ের পদক্ষেপ নেয়ার পরিকল্পনার প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মেডেলিন এ কথা বললেন।

মেডেলিন অলব্রাইট টুইটারে সম্প্রতি বলেন, আমি বড় হয়েছি ক্যাথলিক হিসেবে, বিশপ হয়েছি। পরে জানতে পেরেছি আমার পরিবার ইহুদি ছিল। এখন আমি নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত।

সূত্র: london bd news

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল