সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
বিনোদন : ভারতের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেবা বিয়ে করেছেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। চলতি বছরের মে মাসে প্রেমিকা ও তাঁর ফিজিওথেরাপিস্ট হিমানীর সঙ্গে গোপনে তাঁদের চার হাত এক হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন গুটিকয়েক পরিবারের সদস্য। ভারতের সংবা মাধ্যম ই টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছে প্রভু দেবার ভাই রাজু সুন্দারাম। তিনি বলেন, ‘সবাই ইতিমধ্যে জেনে গেছে। হ্যাঁ, আমার ভাই প্রভু দেবা বিয়ে করেছেন। আর এই বিয়েতে তাঁরা দুজনেই সুখী। নতুন করে ভাইয়ের পারিবারিক জীবন শুরু হওয়ায় আমরা সবাই উচ্ছ্বসিত।’ প্রভু দেবার কোমর ও পায়ের ইনজুরির পর ডাক্তার হিমানীর অধীনেই দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলে। ফিজিওথেরাপি চলে। সেই সময়ই তাঁদের ভেতর প্রেম হয়। মে মাসে লকডাউনে চেন্নাইয়ে তাঁদের বিয়ে হয়।এর মাঝে হিমানি মাইসোরে দুবার শ্বশুরবাড়ি গিয়েছেন। প্রভু দেবাও মুম্বাইয়ে দুবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছেন। প্রভু দেবার বাড়িতে দুজনে একসঙ্গে এক ছাদের নিচে সংসার করছেন। বিয়ের কোনো ছবি প্রকাশ্যে আসেনি।এর আগে ১৯৯৫ সালে এই বলিউড তারকা বিয়ে করেন রামলতাকে। তাঁদের পরিবারে তিন সন্তানও হয়। ২০০৮ সালে প্রভু আর লতার বড় ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। ২০০৯ সালে ‘ভিল্লু’ ছবিতে কাজ করতে গিয়ে প্রেম হয় নয়নতারা ও প্রভু দেবার। ২০১০ সালে দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী সঙ্গে প্রেমের খবর চাউর হলে ২০১১ সালে বিচ্ছেদ হয় প্রভু আর লতার। নয়নতারার সঙ্গেও সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। প্রভু দেবার সাবেক সেই প্রেমিকা এই মুহূর্তে পরিচালক ভিনেশ শিভানের সঙ্গে প্রেম করছেন।মুকাবলা, ঊর্বষী ঊর্বষী, কে সেরা সেরা ও হালের রাউডি বেবি প্রভৃতি গানের কোরিওগ্রাফির জন্য প্রভু দেবা বিখ্যাত। ওয়ান্টেড, রাউডি রাথোর, আর…রাজকুমার, অ্যাকশন জ্যাকসন, দাবাং থ্রি ছবির পরিচালকও তিনি। সামনে মুক্তি পাবে তাঁর পরিচালনায় সালমান খান অভিনীত রাধে। এ ছাড়া লাভ স্টোরি ১৯৯৯, সূর্যম্ভারাম, স্ট্রিট ড্যান্সার থ্রি ডি, দেবী, দেবী টু, মাইকেল মাডানা কামারাজু প্রভৃতি সিনেমায় অভিনয়ও করেছেন তিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd