নির্বাচনী পথসভায় লুনা: কালো টাকা আর পেশীশক্তি কোন কাজে আসবে না

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

নির্বাচনী পথসভায় লুনা: কালো টাকা আর পেশীশক্তি কোন কাজে আসবে না

13243859_1574540202876801_1265221692173567585_oবালাগঞ্জ থেকে নুরুল ইসলাম নাহিদ: নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শিষের প্রার্থীদের পক্ষে বালাগঞ্জে গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। জনগণ সিলেটের কোটি মানুষের প্রাণের নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়া দাবিতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের ধানের শিষে ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি বলেন, কালো টাকা আর পেশীশক্তি কোন কাজে আসবে না। বালাগঞ্জবাসী শান্তিপূর্ণ ভোটে প্রমাণ করে দিবে এম. ইলিয়াস আলীকে গুম করে রাখার জবাব একদিন দিতেই হবে।

তাহসিনা রুশদীর লুনা সোমবার বিকালে আসন্ন নির্বাচনে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর, বালাগঞ্জ সদর এবং বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমানের সমর্থনে স্থানীয় ওসমানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এসএস কুতুব উদ্দিন। সাংবাদিক হেলাল নির্ঝর ও শেখ সুহেল আহমদ বকুলের যৌথ পরিচালনায় পথসভায় চেয়ারম্যান প্রার্থী এম. মুজিবুর রহমান ছাড়াও বক্তৃতা করেন জেলা বিএনপির নেতা ময়নুল হক চৌধুরী, এএসএম আনোয়ারুল ইসলাম, হাজী আব্দুন নূর চেয়ারম্যান, হেলাল আহমদ, তোফায়েল আহমদ সুহেল প্রমুখ।
pic-23.05.2016-04এর আগে তাহসিনা রুশদীর লুনা বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পথপ্রার্থী বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ মো. আলাউদ্দিন রিপনের সমর্থনে স্থানীয় কালিবাড়ি বাজারে পথসভায় বক্তৃতা করেন। পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি রফিক। এরপর তিনি বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মুনিমের সমর্থনে স্থানীয় ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন। বিএনপি নেতা হাজী গেদাই মিয়ার সভাপতিত্বে পথসভায় জেলা বিএনপির নেতা ময়নুল হক চৌধুরী, এএসএম আনোয়ারুল ইসলাম, হাজী আব্দুন নূর চেয়ারম্যান, বিএনপি নেতা ফারুক মিয়া, আব্দুর রশিদ, মকবুল মিয়া মেম্বার, একে আজাদ পনির, চুনু মিয়া প্রমুখ বক্তৃতা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল