সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা ও মানবসেবায় বিশেষ ভূমিকা রাখায় সৃনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ. হারুনুর রশিদ চৌধুরীকে নেলসন ম্যান্ডেলা স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে।
গত বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতি সোসাইটি ও বিশ্ববঙ্গ সোসাইটি এ সম্মাননা প্রধান করে। বিশ্ববঙ্গ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টে আপীল বিভাগের বিচারপতি মো. জয়নুল আবেদীন। অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক লায়ন মো. শাখায়াত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস সেন্সেমলর প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার। মূল প্রবন্ধ পাঠ করেন, জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রমজান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, যুগ্ম সচিব মো. মশিউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল, বাংলাদেশ চলচিত্রের শক্তিমান অভিনেতা এমজেএফ আহমেদ শরীফ, প্রযোজক ও অভিনেতা মিজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd