নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের হামলা: গ্রেফতার ৩, আহত ১৫

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের হামলা: গ্রেফতার ৩, আহত ১৫

bnp_136284রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এতে দলটির যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে। তবে ঘণ্টাখানেক পরে অবশ্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবদুল করিম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গির এবং রনোকুল ইসলাম।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার দুপুর ১টার সময় নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বিক্ষোভ মিছিলটি স্কাউট মার্কেটের বিপরীত দিকের বটতলা থেকে ছাত্রদল সভাপতি রাজীব আহসানের নেতৃত্বে একটি মিছিলটি নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে দিকে গেলে পুলিশ মিছিলে হামলা চালায়। এতে দলটির ১৫জন নেতাকর্মী আহত হয়, গ্রেফতার হয় ৩জন।
বিক্ষোভ মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ছাড়াও সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি, ফেরদুস আহম্মেদ মুন্না, তারিকুজ্জামান তারেক, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, মাসুম বিল্লাহ, মামুন বিল্লাহ, আশরাফ বাবু, মো: রিপন; যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আবদুর রহিম হাওলাদার সেতু, মফিজুর রহমান আশিক, মিজানুর রহমান সোহাগ, কাজী মুকতার হোসাইন, আবদুল করিম সরকার, সেলিনা সুলতানা নিশিতা, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা; সহ-সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গির প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল