৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে রামপুরার বনশ্রীতে প্রয়াত এ নেতার বাসায় গিয়ে তার শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তার সন্তানদের খোঁজ-খবর নেন বিএনপি মহাসচিব। পরে মির্জা আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেন, ফজলুর রহমান পটলের মৃত্যুতে দল ও দেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি জানান, আজ (শনিবার) রাতে ফজলুর রহমান পটলের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। আগামীকাল (রোববার) সকাল ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজা হবে। সেখানে দলের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার ৯টায় বনশ্রী জামে মসজিদে প্রথম জানাজার পর সকাল ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা হবে। পরে সড়ক পথে মরহুমের কফিন নিয়ে যাওয়া হবে নাটোরে। জেলা শহর ও নিজ গ্রাম লালপুর উপজেলার গৌরীপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টায় কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফজলুর রহমান পটল। বেশ কিছুদিন ধরে কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D