পদ ছাড়লেন আজম-আমান

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

পদ ছাড়লেন আজম-আমান

28743_adf‘এক নেতা এক পদ’ নীতি বাস্তবায়নে জেলা কমিটির পদ ছেড়েছেন বিএনপির দুই সিনিয়র নেতা। নতুন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমদ আজম খান টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। একইভাবে নতুন কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়েছেন। রাতে বিএনপি চেয়ারপারসনের কাছে আলাদা আলাদা চিঠি দিয়ে তারা জেলা কমিটির পদ থেকে অব্যাহতি নিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বিএনপির বর্তমান জেলা কমিটিগুলোর মধ্যে ঢাকা জেলা কমিটিই ছিল সবচেয়ে পুরনো। ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক আমান পদ ছাড়লেও সভাপতির দায়িত্বে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল