২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬
পদ হারাচ্ছেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান রাগীব আলী। গত আগস্ট থেকে ছুটি ছাড়াই তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় অনুপস্থিত থাকছেন। এ কারণে তাঁর পরিচালক পদ শূন্যের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি সাউথইস্ট ব্যাংককে চিঠি দিয়ে রাগীব আলীর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।
কোম্পানি আইন অনুযায়ী, অনুমোদন না নিয়ে টানা তিন মাস অথবা পরপর তিন পর্ষদ সভায় অনুপস্থিত থাকলে কোনো পরিচালকের সদস্যপদ শূন্য হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ব্যাংকের বিভিন্ন সভায় অনুপস্থিত থাকার পর রাগীব আলীর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। এরপর বাংলাদেশ ব্যাংক বিষয়টি জানতে চাইলে সাউথইস্ট ব্যাংক জানায়, তিনি ছুটি না নিয়েই পর্ষদ সভায় অনুপস্থিত থাকছেন। তিন মাসের বেশি সময় তিনি ব্যাংকের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত নেই।
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান রাগীব আলী ব্যাংকটির সর্বোচ্চ শেয়ারের অংশীদার। ২০১৫ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির ৩ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ারের মালিক তিনি। ব্যাংকটিতে ২ কোটি ৮০ লাখের বেশি শেয়ার রয়েছে তাঁর।
রাগীব আলী পলাতক থাকার পর সম্প্রতি ভারতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১১ আগস্ট পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। সিলেটের জকিগঞ্জ হয়ে তিনি ভারতের করিমগঞ্জে চলে যান। এরপর গত ২৪ নভেম্বর ভারতে আটক হন রাগীব আলী। একই দিন ভারতীয় পুলিশ তাঁকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর থেকেই কারাগারে আছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, নিয়মানুযায়ী অনুপস্থিত থাকলে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, এ ক্ষেত্রে তা-ই হবে। তবে পর্যাপ্ত নথিপত্র ও তথ্য যাচাইয়ের পরই ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, কোম্পানি আইন সবই প্রয়োগ হবে।
সূত্রঃ প্রথম আলো
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D