সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৬
কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি এ্যামিউজমেন্ট ক্লাবে ‘রক্ত’ ছবির শুটিং করছিলেন অভিনেত্রী পরীমনি। তবে শুটিংয়ের সময় বখাটেদের হামলায় নারীসহ তিন সদস্য আহত হয়েছেন। হামলার সময় বখাটেরা সিনেমার নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টা চালায় বলে মানবজমিনকে জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পর রামু থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাথমিকভাবে তিনজনকে আটক করেছে। পরীমনি নিরাপদে রয়েছেন এবং শুটিং করছেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় ‘এ্যামিউজমেন্ট ক্লাব’ নামে একটি পর্যটন স্পটে ‘রক্ত’ ছবির শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। এলাকায় প্রায় শত শত লোক ভিড় করেন। কিন্তু শুটিং শেষের এক পর্যায়ে রাত ৮ টার দিকে ৬/৭ জন বখাটে শুটিংয়ে উপস্থিত নারীদের শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এতে শুটিংয়ের সদস্যদের সঙ্গে বখাটের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বখাটেরা তাদের উপর হামলা চালায়। এসময় ‘রক্ত’ ছবির নায়িকা পরীমনিসহ কয়েকজন নারী সদস্য দিক-বেদিক ছুঁটতে থাকে। প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ উজ্জ্বল জানান, ‘রক্ত’ ছবির শুটিংয়ের এক পর্যায়ে একদল বখাটে অর্তকিতভাবে তাদের উপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ আসলে বখাটেরা পালিয়ে যায়। তবে ঘটনায় সুমি ও রফিকসহ তিন সদস্য আহত হয়েছে। তারা রামু চেইন্দা মিঠাছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে পরীমনির কিছু হয়নি। তিনি ঠিক আছেন। আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মৌলভীপাড়ার হামিদুল হক ওরফে হামিদ (২৪), রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার ফয়েজ আলমের ছেলে কাউসার আলমগীর ওরফে আরাফাত (২৭) ও কোলাপাড়া টুলটুলি এলাকার আফজাল ভুইয়ার ছেলে সজীব ভুইয়া ওরফে সেলিম (২৭)। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপর সদস্যদের আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, ‘রক্ত’ ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক রোশান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd