সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির মামলার পলাতক আসামী জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। বৈঠক করেছেন মন্ত্রীর সঙ্গে, সফর করেছেন ভারতও। দুদকের মামলার পরোয়ানা থাকা সত্ত্বেও সিলেটের জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন। এক টেবিলে বসে বৈঠক করছেন মন্ত্রীর সঙ্গেও।
পরোয়ানা জারির পর স্টেকহোল্ডারদের সভায়ও যোগ দিতে ভারতের আসামে গিয়েছিলেন তিনি। সেখানে দুই দেশের মন্ত্রী-এমপিদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। ৭ অক্টোবর ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তবে এখন পর্যন্ত ওই পরোয়ানা জৈন্তাপুর থানায় পৌঁছেনি বলে জানিয়েছেন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক।
জানা যায়, ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লিয়াকত আলীর বিরুদ্ধে রাজধানী রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাইদুজ্জামান।
পরে উচ্চ আদালত থেকে অন্তর্র্বর্তী জামিন নেন লিয়াকত আলী। ৭ অক্টোবর তার নি¤œ আদালতে হাজির হওয়ার কথা। কিন্তু ওইদিন হাজির না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দীর্ঘ ২৮ দিন পার হলেও জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক বলছেন, পরোয়ানা এখনও পাইনি। যদিও ঢাকা জজকোর্টের দুদকের জিআরের দায়িত্বে থাকা জুলফিকার আলী বলেন, ৭ অক্টোবরই পরোয়ানার কপি লিয়াকত আলীর স্থায়ী ঠিকানা ও জৈন্তাপুর থানায় পাঠানো হয়েছে।
২৯ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, জৈন্তা-গোয়াইঘাট ও কোম্পানীগঞ্জ আসনের এমপি ইমরান আহমেদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করেন লিয়াকত আলী। সেখানে অন্যদের মধ্যে জৈন্তাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কামাল আহমেদ বলেন, মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এটা সত্যি। সেখানে লিয়াকত আলী ছিলেন। আমিও ছিলাম। জৈন্তাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমানও ছিলেন। তিনি বলেন, লিয়াকত আলীর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমরা কেউই জানতাম না। তিনি এটি গোপন করেছেন।
এ প্রসঙ্গে প্রাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ মালয়েশিয়া থেকে ফোনে বলেন, লিয়াকতের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা আমি জানি না। গণমাধ্যমেও আসেনি। জানা থাকলে সে আমার সঙ্গে বৈঠকের সুযোগ কোনোভাবেই পেত না।
দুদক সিলেটের উপ-পরিচালক নুরে আলম বলেন, এ ব্যাপারে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। শিগগির তাকে গ্রেপ্তারে ব্যবস্থা নেয়া হবে। বুধবার ঢাকার আদালতে ওই মামলায় তার হাজির হওয়ার কথা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd