পাক ক্রিকেটের সমস্যার কারণ ব্যাখ্যা ওয়াকারের

প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

পাক ক্রিকেটের সমস্যার কারণ ব্যাখ্যা ওয়াকারের
16ক্রীড়া ডেস্ক 
একের পর এক গোমর ফাঁস করেই যাচ্ছেন ওয়াকার ইউনুস। দলের বাজে পারফরম্যান্সের কারণে সদ্যই প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করা এই কিংবদন্তি নতুন করে জানান, ক্রিকেট বোর্ডে ‘দুই মাথার‘ কারণেই দলের এই করুণ পরিণতি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, ‘বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি, এরা দু’জন দলকে ভিন্ন ভাবে চালায় বলেই সমস্যার তৈরি হচ্ছে।
সম্প্রতি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খুবই খারাপ পারফরম্যান্স হয়েছিলো। দুটি টুর্নামেন্টে আটটি ম্যাচে মধ্যে তারা মাত্র তিনটিতে জয় পায়। এসব কারণেই দলের কোচ থেকে সরে দাঁড়িয়েছিলেন ওয়াকার। সেই সঙ্গে পদত্যাগের সময় তিনি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ম্যাচে অমনোযোগী ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল