সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্থানীয় ধলা বাজার ও ধল পাবলিক উচ্চবিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তা বহাল থাকবে। ওই স্কুলে একই সময় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ আহ্বান করায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
জাতীয় শোক দিবস সামনে রেখে আজ বেলা দুইটায় সেখানে বঙ্গবন্ধু স্মরণসভা ও জঙ্গিবাদবিরোধী পাল্টাপাল্টি সমাবেশ ডাকা হয়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতাদের অতিথি করা হয়। অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ডাকা সমাবেশে অতিথি করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে। আজ সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বেলা একটার দিকে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলতাফ হোসেন, সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. সুরত আলমসহ প্রশাসনের কয়েকজন। পরে বেলা পৌনে দুইটায় ১৪৪ ধারা জারি করা হয়।
তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী বলেন, তাঁরা এক সপ্তাহ আগে উপজেলা কমিটির নেতাদের সঙ্গে কথা বলে এই কর্মসূচি নিয়েছেন। কিন্তু হঠাৎ করেই দলের আরেকটি পক্ষ এখানে একই সময় সমাবেশ করার ঘোষণা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
অবশ্য তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আমিরুল ইসলাম বলেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে অতিথি করে তাঁরা আগে এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। দুই দিন আগে এ জন্য এলাকায় প্রচার মিছিলও করেছেন তাঁরা। এই সমাবেশ ঠেকাতেই পরে অন্যরা আরেকটি সমাবেশের ঘোষণা দেন।
সহকারী পুলিশ সুপার মো. সুরত আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd