পাশাপাশি বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

পাশাপাশি বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা

bangladesh potroবাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। কিন্তু ক’জন মানুষ এ খেলা বোঝে? জনপ্রিয়তায় ক্রিকেট এখন এগিয়ে। তবে ফুটবলও কম নয়। কিন্তু দেশের ফুটবল নিয়ে তেমন মাতামাতি না থাকলেও বিদেশি ফুটবল নিয়ে বাংলাদেশে বেশি মাতামাতি। লাতিন আমেরিকার দুদেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকরা দুভাগে বিভক্ত। বড় কোনো টুর্নামেন্টের আগে এ দুদলের ফুটবল সমর্থকদের মধ্যে মারামারির খবরও পাওয়া যায়। প্রিয় দলের জয়ে ভোজের আয়োজন আর হারে টিভি ভেঙে ফেলার ঘটনাও শোনা যায়। বাংলাদেশে এই দুই দেশের ফুটবল যত জনপ্রিয়তা অর্জন করেছে তা আর কোনো দল করতে পারেনি। এক সময় মনে করা হতো- আমাদের এ মাতামাতির কথা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মানুষ জানে না। কিন্তু সময় এখন পাল্টেছে। প্রযুক্তির কল্যাণে পৃথিবীর সবাই সবকিছু জানতে পারে। বাংলাদেশের মানুষের ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল প্রীতির কথা সে দেশের মানুষও জেনে গেছে। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়দের গায়ের জার্সি ছিল বাংলাদেশে প্রস্তুত করা। আর এবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশকে আলাদা মূল্যায়ন করলো। আর্জেন্টিনা এখন খেলছে কোপা আমেরিকায়। এ বিষয়ের নিয়মিত খবর ও ছবি তারা নিজেদের টুইটার পেইজে আপডেট দিচ্ছে। শুক্রবার তাদের টুইটার পেজে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। একটা ছটি তারা টুইটার পেইজে দিয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। ছবিটি বাংলাদেশের কোনো শহরের কোনো একটি রাস্তা থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের কোনো এক রাস্তায় আর্জেন্টিনার সমর্থকরা বিশাল এক পাতাকা নিয়ে মিছিল করছে। আর তাদের মাথার ওপর পতপত করে উড়ছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। ছবির ওপরে লেখা, ‘দেখুন, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা’। এর আগে বাংলাদেশের আর্জেন্টিনা-ফুটবল সমর্থকদের নিয়ে নিজেদের ওয়েবসাইটে লম্বা একটি লেখা প্রকাশ করে তারা। ‘ম্যাডনেস অব লাভ ইন বাংলাদেশ’ শিরোনামের ওই লেখায় বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের নানা কর্মকাণ্ড ও ‘পাগলামি’ তুলে ধরা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল