পাষণ্ড বদরুল যে দলের হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত করতে হবে —-আব্দুল হাকিম চৌধুরী

প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

পাষণ্ড বদরুল যে দলের হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত করতে হবে —-আব্দুল হাকিম চৌধুরী

fb_img_1476034804672১০ অক্টোবর ২০১৬, সোমবার: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌ: বলেছেন, নরপশু বদরুল যে কোন দলের হোক না কেন বাংলার মাটিতে তার দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করার আহবান জানান|
তিনি গতকাল গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত নির্মম হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির
বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন|
গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে এবং রিয়াজ উদ্দিন বাবুল ও আব্দুল আহাদ সুবেল এর যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন| বিশেষ অতিথির বক্তব্য রাখেন তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ,
রস্তমপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট সংবাদ পত্রিকার সম্পাদক আব্দুর রহিম, প্যাসিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি জয়নুল হক, গোয়াইনঘাট এসোসিয়েসনের সদস্য মহি  উদ্দিন মাহি, রস্তমপুর কলেজের প্রভাষক লুৎফুর রহমান ,সাবেক ছাত্র নেতা শওকত আলী| অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পয়িষদের  সহ সভাপতি আব্দুর রাহিম, জগদীশ চন্দ্র দেব, আসাব উদ্দিন অর্থ সম্পাদক জয়নুল আবেদিন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মুহাম্মদ তানজিল হোসেন,নবদ্বীপ দাশ| অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজা ম্যানশন ব্যাবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বদরুল, শিব্বির আহমদ রিপন, টিপু, জয়, রাহাত আহমদ শাওন, এরশাদ আলী,প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রচার সম্পাদক সাংবাদিক সুহেল আহমদ, হোসেইন আহমদ, জাবেল আহমদ, শাহিন আহমদ, দিলদার, জসিম ও উবায়দুল হক প্রমুখ| প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল