পিএসসি পরিক্ষায় “নূহা’র” কৃতিত্ব

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

পিএসসি পরিক্ষায় “নূহা’র” কৃতিত্ব

নবীগঞ্জ উপজেলা গজনাইপুর সরকারী প্রথমিক বিদ্যালয় থেকে ২০১৬ইং সনের পিএসসি পরিক্ষায় অংশগ্রহন করে “সানজিদা নুসরাত নূহা” জিপিএ-৫ (A+) পেয়েছে। সে নবীগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সহ-সভাপতি ও প্রধান শিক্ষক ছুরুক মিয়া এবং গজনাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা অাক্তার’র প্রথম সন্তান। পিএসসি পরিক্ষায় এই সাফল্যের জন্য নূহা তার পিতা মাতা ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর কাছে কৃতঙ্গ, ভবিষ্যতে সে দেশের একজন অাদর্শবান মানুষ ও দেশের কল্যণে অবদান রাখতে চায়, সে সকলের কাছে দোয়া ও অাশীর্বাদ প্রত্যাশী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল