পিয়াইন নদীতে নিখোঁজ ব্লু-বার্ড ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

পিয়াইন নদীতে নিখোঁজ ব্লু-বার্ড ছাত্রের লাশ উদ্ধার

bulubadজাফলংয়ের জিরোপয়েন্টে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে হারিয়ে যাওয়া ব্লু-বার্ড ছাত্র আশফাক সিদ্দিকীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩ ঘন্টা পর ঐ এলাকা থেকে স্থানীয় জনসাধারণ তার লাশ উদ্ধার করেন। তিনি নগরীর ঘাসিটুলা এলাকার মাহবুব সিদিকীর পূত্র। দশম শ্রেনীর ছাত্র আশফাক তার আরও পাঁচ বন্ধু নিয়ে জাফলং বেড়াতে গিয়েছিলেন। দুপুরের পিয়াইনের জলে সাঁতার কাটছিলেন তারা। এক পর্যায়ে তিনি নিখোঁজ হয়ে যান।
উলে­খ্য, জিরোপয়েন্টে পিয়াইনের এ অংশটা স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের কাছে মৃত্যুকূপ হিসাবে পরিচিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল