সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশ এর শাহপরান (রহঃ) থানা প্রাঙ্গণে শাহপরান (রহঃ) থানার মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো. নিশারুল আরিফ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (শাহপরান (রহঃ) থানা জনাব মাইনুল আবসার, অফিসার ইনচার্জ শাহপরান (রহঃ) থানা, শাহপরান (রহঃ) থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের সবাইকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। বিগত মাসের উত্থাপিত সমস্যাসমূহের সমাধান হয়েছে বলে জানান। ভবিষ্যতে আস্থার সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেআশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান জনবিচ্ছিন্ন নয় জনবান্ধব পুলিশিংই হবে সর্বত্র এবং সবাইকে নিয়েই অপরাধ দমন করা সহ এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাদক স্ট্রিটলাইট,সিসি ক্যামেরা, যানজট পুলিশি টহল এবং কিশোর গ্যাংয়ের সমস্যা সমূহ সবাই মিলে সমাধান সম্ভব বলে জানান। মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়া সহ মদ- ফেনসিডিল- ইয়াবা কোন ধরনের মাদক এই এলাকায় থাকবে না প্রত্যয় ব্যক্ত করেন। সবাই মিলে শাহজালাল, শাহ পরানের পুণ্যভূমির পবিত্রতা অবশ্যই রক্ষা করা হবে। সিসিটিভি মহানগরের বিভিন্ন স্থানে লাগানো রয়েছে। ব্যক্তি উদ্যোগে অনেক ক্যামেরা লাগানো রয়েছে এবং আরো সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ জানান। বাসা বাড়ির বাইরে কমপক্ষে ০২ টি সিসি ক্যামেরা রাস্তা মুখী লাগানোর জন্য আহবান করেন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস এর মাধ্যমেই সবাই মিলে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব। তিনি প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন । পুলিশ কমিশনার মহোদয় বলেন, পুলিশ ও জনগন একসাথে কাজ না করলে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবান জানান। করোনার দ্বিতীয় ধাপে ভাইরাসের আরও শক্তিশালী ও ভয়াবহ রূপান্তরে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতি মাসের ২৫ তারিখে শাহপরান (রহঃ) থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে মর্মে তিনি সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd