পুলিশি বাধায় সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচী পণ্ড

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭

পুলিশি বাধায় সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচী পণ্ড

নিজস্ব প্রতিবেদক:: অনুমতি না নেয়ার অভিযোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিএনপির অবস্থান কর্মসূচী পালন করতে দেয়নি পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) ১০:৩০ মিনিটে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে পুলিশি বাধায় তারা অবস্থান কর্মসূচী পালন করতে পারেনি।

এ সময় পুলিশি বাধার সামনে তারা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ত্যাগ করে সিলেটের সোবানিঘাটের আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ সহ দলীয় আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ সে সময়ে সেখানে উপস্থিত গনমাধ্যম কর্মীদের বলেন,  সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তারা সমাবেশ করবেন বলে আগে  অনুমতি নেননি। তাই আইন শৃংখলা অবনতি হতে পারে এই আশংকায় আমারা তাদেরকে এখানে কর্মসূচী পালন করতে দেইনি। তবে এসময় কোন অস্থিতিকর পরিবেশের সৃষ্টি হয়নি বলে জানান তিনি।

এ দিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ভাবে শহিদ মিনারের সামনে অবস্থান কর্মসূচী পালন করছি। সেখানে হঠাৎ পুলিশ এসে কোন রাজনৈতিক সমাবেশ করতে দেবেনা বলে বাধা দেয়। তিনি আরো বলেন,  দেশে সরকার বিএনপিকে দমায় রাখতে এরকম অবস্থার তৈরি করছে। এটা গণতন্ত্রের জন্য হুমকি সরূপ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল