পুলিশের বিশেষ অভিযানে যুব মহিলা দল নেত্রী সোনিয়া গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

পুলিশের বিশেষ অভিযানে যুব মহিলা দল নেত্রী সোনিয়া গ্রেফতার

file (2)পুলিশের বিশেষ অভিযানে যুব মহিলা দলের প্রস্তাবিত কমিটির অন্যতম নেত্রী ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, কেন্দ্রিয় সংসদের নেত্রী সোনিয়া আহমেদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২শে জুলাই) গভীর রাতে নগরীর রায়ের বাগ এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে সোনিয়া আহমেদকে গ্রেফতার করা হয়। কদমতলী থানার ওসি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশের কাজে বাঁধা এবং পুলিশকে নির্যাতন মামলায় সোনিয়া আহমেদকে গ্রেফতার করা হয়। সকালে তাকে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়।

আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল