১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬
নিজস্ব প্রতিবেদক: আদালত এলাকায় পুলিশের হেফাজত থেকে পালানো রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি আফসান রহমান ওরফে রুবেলকে ফের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।
এর আগে রোববার পুরান ঢাকার আদালত পাড়া থেকে দুই পুলিশ সসদ্যকে ফাঁকি দিয়ে রুবেল পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার বিমানবন্দর স্টেশন এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে রুবেলকে (২৬) গ্রেফতার করে বাড্ডা থানায় হস্তান্তর করে। গত ২৫ অক্টোবর ঢাকায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা হয়েছিল। পুলিশ ওইদিনই সালাউদ্দিন মিনা নামে রুবেলের এক সহযোগীকে গ্রেফতার করে।
খিলক্ষেতের একটি বিউটি পার্লারে কাজ করেন ওই গারো তরুণী। গত ২৫ অক্টোবর তিনি তার হবু স্বামীর সঙ্গে দেখা করতে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের বাড়িতে যান। বিকাল ৪টার দিকে সেখান থেকে বের হওয়ার পরপরই স্থানীয় সাত-আট যুবক তাদের ঘিরে ফেলে এবং মারধর করে। পরে তরুণীকে জোর করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে রুবেল তাকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় সর্বশেষ বাড্ডায় থানায় তার বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের হয়। এ থানায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা আছে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় আছে আরও ১৪টি মামলা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D