১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩
পূর্ব ইসলামপুর ইউনিয়ন আ’লীগের অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা আ’লীগ
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই, সোমবার, সন্ধ্যায় দুর্বৃত্তদের দ্বারা সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল বিবৃতিতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আবেগ এবং অনুভূতির আশ্রয়স্থল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এবং জাতীয় নির্বাচন যখন একেবারে সন্নিকটে ঠিক সেই মুহূর্তে দলের প্রতি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্র সঙ্গবদ্ধভাবে সশস্ত্র হামলায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস এবং অফিসে টানানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়।
নেতৃবৃন্দ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন সুস্থ চিন্তার কোন মানুষ এহেন ন্যাক্কারজনক ঘৃণ্য কাজ করতে পারে না। এরা প্রকৃত দুর্বৃত্ত এবং সন্ত্রাসী। দুর্বৃত্ত এবং সন্ত্রাসীদের কোনো দল নেই। যে দলেরই হোক এরা অপরাধী। উক্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বিধানের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে সিলেট জেলা আওয়ামী লীগ।
নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীন দেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননা দেশপ্রেমিক সিলেটের শান্তিপ্রিয় জনগন কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D