পৃথিবী যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো- এস এম জাকির হোসাইন

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৬

পৃথিবী যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো- এস এম  জাকির হোসাইন

ম.ম.র. 12003_999015973495942_3973004450896730481_n (1)চৌধুরী ;আগামী ২৬ জুলাই একসঙ্গে একই সময়ে ১০ লাখেরও বেশি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড গড়বে বাংলাদেশ ছাত্রলীগ। দেশের সকল মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা একসঙ্গে এদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘণ্টা ফলজ, বনজ ও ঔষধি জাতীয় বৃক্ষের চারা লাগাবেন। এই উপলক্ষে ছাত্রলীগ ২ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল রবিবার বিকেলে গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করা  কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম  জাকির হোসাইন।

পরিবেশ নিয়ে সবারই ভাবা উচিত। আমরা এর বাইরে নই। পৃথিবী যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো। আর ছাত্রলীগ সবসময়ই পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে। কুড়িগ্রামে ছিটমহল বিনিময়ের পর আমরাই সর্বপ্রথম সেখানে গিয়ে গাছ লাগাই। আমরা সেখানে ৫০ হাজার চারা রোপনের ব্যবস্থা করি।

ছাত্রলীগ সবসময়ই পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে। বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম  জাকির হোসাইন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল