২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২০
আন্তর্জাতিক সহায়তা সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর পক্ষ থেকে সিলেটের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেট নগরীসহ সিলেট সদর, বালাগঞ্জ উপজেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর অংশ হিসেবে শনিবার (২৩ মে) সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের চাতলীবন্দ গ্রামে অর্ধশতাধিক পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সদ্য প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় এলাকাবাসীর পক্ষে তরুণ সমাজসেবী আজির উদ্দিন, রাহাত আহমদ, সাংবাদিক নূর আহমদ, গণমাধ্যম প্রতিষ্ঠান সিফডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল মুহিত দিদার, যুব নেতা মুহিবুর রহমান মহিরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিলো চাল, তেল, সেমাই, চিনি, ময়দা, নারিকেল, আলু, পেয়াজ। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করে আব্দুল বাতিন ফয়সল গ্লোবাল এইড কর্তৃক পবিত্র ঈদে খাদ্যসামগ্রী বিতরণকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করলেও তাদের হৃদয় পড়ে থাকে স্বদেশের মানুষের জন্যে। তার প্রমাণ ঈদে খাদ্যসামগ্রী বিতরণ। এছাড়াও গ্লোবাল এইড অতীতেও কোরবানীর সময় মাংস বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বন্যায় দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে দেশের মানুষের জন্যে প্রবাসীদের হৃদয়ের ভালোবাসার প্রমাণ রেখেছেন। আমরা আশা করছি ভবিষ্যতেও দেশের মানুষের জন্যে তাদের ভালোবাসার স্বাক্ষর অব্যাহত থাকবে।
এদিকে গত ২১ মে শুক্রবার বাদ জুমআ বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজগীপুর, সারসপুর, ফুলতইল, দোহালিয়া, শ্রীনাথপুর, হরিশ্যাম, একাছিকন, আজিজপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া নগরীর বিভিন্ন কর্মহীন মানুষের বাসায় ঈদ সামগ্রী প্রদান করা হয়।
এর আগে পৃথকভাবে পরিচালিত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সদ্য প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুজগীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাফিজ আব্দুর রহমান নোমান, গহরপুর আল ফালাহ একাডেমির প্রিন্সিপাল মো. মিজানুর রহমান, সাবেক মেম্বার আবুল কালাম, চ্যানেল এস সহকারী আইটি পার্সন আব্দুল আজিজ জাফরান , নাজিম উদ্দিন , শেখ হাবিবুর রহমান সায়েম, শেখ আবু বকর সুন্না ও সিলেট এক্সপ্রেস এর রির্পোটার সাব্বির আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D