প্রচন্ড ঝাঁকুনিতে কেঁপে উঠলো সিলেটসহ দেশ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

প্রচন্ড ঝাঁকুনিতে কেঁপে উঠলো সিলেটসহ দেশ

নিজস্ব প্রতিবেদক:: ভূমিকম্পের প্রচন্ড ঝাঁকুনিতে কেঁপে উঠলো সিলেটসহ দেশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়।

প্রায় ২ মিনিট স্থায়ী এ ভূকম্পন প্রথমে মৃদু মাত্রায় শুরু হলেও হঠাৎ বেশ জোরে ঝাঁকুনি অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে নগরীর ঘর-বাড়ি, বিপণী বিতান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকজন দ্রুত বের হয়ে রাস্তায় নেমে আসেন। এসময় জিন্দাবাজারের ব্যস্ততম সড়কগুলোতে মানুষের অবস্থানের কারণে দেখা দেয় তীব্র যানজট।

তবে ভুমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকাল ৩টা ৯মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল