সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজকে পর্যায়ক্রমে ডিগ্রী কলেজে উন্নীত করা হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। ইতিমধ্যে সরকারের আন্তরিকতায় ছাতক-দোয়ারাবাজারে একসাথে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠা করা হবে।’
শনিবার (২৬ অক্টোবর) বিকালে দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদারের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘একজন শিক্ষকের যেসব গুনাবলী থাকা দরকার অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদারের মধ্যে তার সবকটিই বিদ্যমান ছিলো। প্রত্যন্ত এলাকার এই প্রতিষ্ঠানটিকে সম্মানজনক পর্যায়ে দাঁড় করাতে তিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন। কলেজের সার্বিক উন্নয়নে তার অবদান অপরিসীম।’
সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল ও সহযোগী অধ্যাপক রোকনুজ্জামানের যৌথ সঞ্চালনায় কলেজের গভর্নিং বডির সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, প্রাক্তন শিক্ষার্থী হারুন অর রশীদ প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd