প্রতিটি হত্যাকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

প্রতিটি হত্যাকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে

18625-untitled-1বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান ভোটারবিহীন সরকার রক্তপাত ঘটানো ছাড়া তাদের টিকে থাকার অন্য কোনো পথ খোলা নেই।

রাজধানীর কলাবাগানে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে এবং কাশিমপুর কারাগারের কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে হত্যায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে দেয়া বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, কিছুদিন ধরে দেশব্যাপী বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও বিদেশি হত্যার ঘটনাগুলোতেও সরকার একের পর এক অপপ্রচার চালিয়েছে। বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে।

প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেয়া ও আসল অপরাধীদের আড়াল করতে সরকার এসব করছে বলে খালেদা জিয়া অভিযোগ করেন।প্রতিটি হত্যাকাণ্ডের দায় এই সরকারকেই নিতে হবে বলে তিনি দাবি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল