প্রতিমন্ত্রী এমএ মান্নানের এপিএস হাসনাত শিবির সদস্য

প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

প্রতিমন্ত্রী এমএ মান্নানের এপিএস হাসনাত শিবির সদস্য

14517377_1052313574885654_6035991880744565958_n২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন’র বর্তমান চেয়ারম্যান আব্দুল হাসিম তার ফেইসবুকে পোষ্টে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নানের এপিএস হাসনাত হোসেন কে ১৯৯৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সিলেট সরকারী কলেজ চাঁদা প্রদানের রশিদ ফরম তুলে ধরেন। দীর্ঘ দিনযাবত তৃণমূল আওয়ামীলীগ হাসনাত হোসেনের অপসারণ এবং বহিষ্কার দাবি করছে আসছে। তার বিরুদ্ধে স্থানীয় ভাবে নানা অভিযোগ রয়েছে । কলকলিয়া ইউনিয়ন পরিষদের’র চেয়ারম্যান আব্দুল হাসিম এর ফেইসবুক পোষ্ট নিম্নে তুলে ধরা হলো:

মাননীয় মন্ত্রী,জনাব এম এ মাননান,আপনার এ পি এস হাসনাত্ শিবিরের সদস্য এই তার প্রমাণ ।
( FB–Hma Hashim)

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল