সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচের দায়িত্ব পালন করবেন সিলেটের খালেদ আহমেদ। তিনি আগামী এক বছরের জন্য আরামবাগ ক্রীড়া সংঘের গোলকিপার কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সিলেট থেকে প্রথম কোন কোচ হিসেবে বিপিএলের দলের দায়িত্ব পালন করবেন তিনি।
খালেদ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা স্ট্রাইকার ওয়াহেদের সহোদর। খালেদের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। বর্তমানে পরিবার নিয়ে সিলেট নগরীর গোলাপবাগে বাস করছেন।
দক্ষতা অর্জনে খালেদ এএফসির লেভেল ওয়ান গোলকিপিং কোর্সসহ বেশ কয়েকটি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি ঢাকা প্রথম বিভাগ, সিলেট প্রিমিয়ার ফুটবল লীগ, ক্যানারি ওয়ার্ফ ফুটবল একাডেমি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিতে গোলকিপিং কোচের দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। এছাড়াও প্রধান কোচ হিসেবেও বিভিন্ন ক্লাব এবং দলের দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড় হিসেবেও খালেদের ক্যারিয়ার অনেকটা সফল ও দীর্ঘ। সিলেট জেলা দলের হয়ে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহনের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় বিভাগে লিগের নিয়মিত খেলোয়াড় ছিলেন ।
সম্প্রতি যুক্তরাজ্যে থিতু হওয়া জাতীয় ফুটবল দলের সাবেক তারকা স্ট্রাইকার ওয়াহেদ তার সহোদর। খালেদের বাবা আখলাকুর রহমান ও আরো ৩ ভাই সকলেই ক্রীড়াঙ্গণের পরিচিত মুখ ছিলেন।
আরামবাগ ক্রীড়া সংঘের কোচ হওয়ার বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে খালেদ আহমদ জানান, দেশের ফুটবলের সবচেয়ে বড় আসরে একটি ঐতিহ্যবাহী দলের দায়িত্ব পেয়ে তিনি রোমাঞ্চিত। দেশ-বিদেশের কোচ ও খেলোয়াড়দের সাথে সেখানে সাহচর্য তার ক্যারিয়ার আরো সমৃদ্ধ করবে। প্রথম সিলেটী হিসেবে বিপিএলে কোচের দায়িত্ব পালন এবং সফলতা অর্জনে সবার দোয়া চেয়েছেন খালেদ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd