প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে নেতাকর্মীরা বিপুল সংবর্ধনা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে নেতাকর্মীরা বিপুল সংবর্ধনা

12৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার: জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেয়া শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে বহনকারী আমিরাত এয়ারলাইন্সের বিমান হযরত শাহজালাল বিমানন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতারা। বিমানবন্দরের বাইরের সড়কে অবস্থান নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর যাত্রাপথে তারা ফুল ছিটিয়ে, সেøাগান দিয়ে তাকে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে বিপুল সংবর্ধনা দেন। এদিকে গণভবনে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান দেশের বিশিষ্টজনরা। দুপুরের পর থেকে হাতে ফুল ও বিভিন্ন ধরণের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তার পাশে অবস্থান নেন। এদিকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ঘিরে তীব্র যানজট দেখা দেয় সড়কে। ছুটির দিন হলেও রাস্তা আটতে থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও বিমান পৌঁছায় ঘণ্টা দেড়েক দেরিতে। এতে ‘গণঅভ্যর্থনা’ দিতে বিমানবন্দরসহ বিভিন্ন সড়কের পাশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়তি সময় অপেক্ষা করতে হয়ে।

ফেসবুকে সিলেটের দিনকাল