প্রধানমন্ত্রীকে হত্যার উস্কানি: সিলেটে মামলা করলেন কাউন্সিলর আজাদ

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

প্রধানমন্ত্রীকে হত্যার উস্কানি: সিলেটে মামলা করলেন কাউন্সিলর আজাদ

1948223_1378078335809895_6870367280836663840_nপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে সাবেক বিএনপি নেতা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেটেও মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

মামলার বিষয়টি  জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।

তিনি জানান- মামলায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ আহম্মদ সিদ্দিকী তার নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় উসকানি দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল