সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সায় এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী গত ৩০ মে আদালতে এই মামলা করেন। এতে বলা হয়, গত ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। বর্তমানে জামিনে গিয়ে পলাতক আছেন গিয়াস কাদের চৌধুরী।
বাদীর আইনজীবী সালামত উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আদালত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় রায় দিয়েছেন। তবে গিয়াসের আইনজীবীরা ঘটনার পর থেকে দাবি করে আসছেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd