প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সিলেটে

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সিলেটে

japa-arsad০১ অক্টোবর ২০১৬, শনিবার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এখন সিলেটে। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইটে করে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা’র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, সাবেক মন্ত্রী ও পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিবব ও সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান আওয়ামী সরকারের পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার ও পল¬ী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, সাবেক মন্ত্রী মো. মোসলেম, লিয়াকত হোসেন খোকা, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল, সুনিল শুভ রায়, রওশন এরশাদের পিএস মামুনুর রশীদ এবং প্রণব কুমার। বিমানবন্দর থেকে নেতৃবৃন্দসহ হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ার শেষে দুপুর ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশে যোগদান কথা। পার্টির সমাবেশে এরশাদ প্রধান অতিথির বক্তব্য রাখবেন । উলে¬খ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল নির্বাচনী আসনে দলীয় প্রার্থী দেয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ। এ উদ্দেশ্যেই তিনি শনিবার সিলেটে সফরে আসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল