প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে টান টান উত্তেজনা

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে টান টান উত্তেজনা

বিমানবন্দর থেকে স13239177_265332283812665_751900957830775820_nরাসরি প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় লন্ডনের বার্কিংহাম গেটস্থ তাজ হোটেলে। লন্ডনে যাত্রা বিরতিকালে এ হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে আগথেকেই টান টান উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি সভা করে এক দল আরেক দলকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি।প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি বিক্ষোভ করতে দেখা যায়।

যুক্তরাজ্য ছাত্রলীগর সভাপতি তামিম আহমেদ তার মন্তব্যে ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া হল—

”ছাত্রলীগের বাঘ সিদ্দিকী নাজমুল 13227198_265332207146006_2684415668744896786_nআলম ভাইকে
নিয়ে যুক্তরাজ্য ছাত্রলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাদের
নিয়ে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার হোটেলের সামনে ভ্যানগার্ড হিসেবে কাজ করব বিএনপি -জামাত
যেই যা কিছু বলুক না কেন বিদেশের মাটিতে

আমাদের কেউ মোকাবেলা করতে পারবে না।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু””

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল