প্রধানমন্ত্রীর সফর জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি ! সিলেট আ.লীগ চাঙ্গা

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

প্রধানমন্ত্রীর সফর জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি ! সিলেট আ.লীগ চাঙ্গা

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে সিলেটের চার নেতা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রধানমন্ত্রীর আগমন নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। আগামী ২৩ নভেম্বর সিলেট সফরকালে প্রধানমন্ত্রী নগরীর ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। এ নিয়ে তিনি এক বছরের মধ্যে দ্বিতীয় দফা সিলেট আসছেন। চলতি বছরের ২১ জানুয়ারি ওই একই জায়গায় প্রধানমন্ত্রী জনসভার করেছিলেন, তবে এবার আরও বেশি লোকসমাগম হবে বলে আশা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রীর এ সফরের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানামুখী তৎপরতা শুরু করেছেন। প্রায় প্রতিদিন জেলা ও মহানগরের নেতারা বিভিন্ন স্থানে জনসংযোগ,
কর্মিসভা ও বর্ধিত সভা করছেন। এ ছাড়া অঙ্গ সংগঠনের উদ্যোগেও প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নানা তৎপরতা চলছে। এ উপলক্ষে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মাঠে নেমেছেন। বিগত দু’দফা একই দায়িত্বে থাকার পর এবার ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পেলেও প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফর সফল করতে সক্রিয় আছেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজও।
অনেকদিন পর সিলেট থেকে আওয়ামী লীগের মর্যাদাপূর্ণ সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রথমবারের মতো কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়া সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের জন্যও এবারের জনসভা সফল করার দায়িত্ব বেশি। সব মিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে আরেক দফা সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকেই জেলা সফর শুরু করছেন। এ জনসভায় প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সফরের জন্য গত ৯ নভেম্বর কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ সিলেট বিভাগের কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়।
সিলেটে এবার সাড়ে সাত ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী যথারীতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এর পর তিনি জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে নবগঠিত সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। সর্বশেষ দুপুর আড়াইটায় আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভায় যোগ দেওয়ার আগে নগরী সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে অবস্থিত সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় ও মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরকালে নতুন সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। এ প্রকল্পগুলো হচ্ছে_ সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ছাত্র ও ছাত্রী হোস্টেল নির্মাণ, একই অধিদপ্তরের অধীনে নার্সিং ডরমিটরি ভবন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ব্যারাক ও জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগার নির্মাণ প্রকল্প। আওয়ামী লীগ নেতাদের মতে স্বল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফর এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৩ নভেম্বরের সিলেট সফর আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। রোববার দুপুরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, জ্বালানী তেলের দাম কমানোর বিষয়ে ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নেয়া হবে। এ মাসেই এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ জ্বালানি তেলের দাম কমতে পারে বলে আভাস দেন মন্ত্রী।
আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি দেখতেই অর্থমন্ত্রী গতকাল সিলেট সফরে আসেন। সফরকালে তিনি জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীসহ পুরো সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বদর উদ্দিন আহমদ কামরান সমকালকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। এবারের সফর সিলেটের প্রতি তার আন্তরিকতার আরেক নিদর্শন। প্রধানমন্ত্রীর আগমনে এ অঞ্চলের উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতেও গতিশীলতা বাড়বে বলে মনে করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল