সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দশম সংসদের দশম অধিবেশনে বুধবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের লিখিত প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনায় দেশের অর্থনীতিতে আপাতত ক্ষতি হলেও গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে ইতোমধ্যে কিয়দংশ অর্থ ফেরত পাওয়া গেছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাকি অর্থও ফেরত আনা যাবে বলে আশা করা যায়।’
তিনি বলেন, ‘ফিলিপাইন সরকারের সহযোগিতায় অর্থ ফেরত আনার তৎপরতার ফলে এ বিষয়ে সম্ভাব্য বিরূপ পরিস্থিতি ঠেকানো গেছে। এ বিষয়ে তদন্ত করার জন্য গঠিত কমিটি অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট দিয়েছে। সে মোতাবেক নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ সকল তৎপরতার ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাংকিংয়ের ঘটনা দেশের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে কোনো প্রভাব ফেলবে না।’
সংসদ নেতা জানান, মুদ্রানীতি গ্রহণের প্রাক্কালে জুন ২০১৬-এর শেষে যে পরিমাণ নিট বৈদেশিক সম্পদের (১ হাজার ৮৬৬ বিলিয়ন টাকা) লক্ষ্যমাত্রা প্রাক্কলন করা হয়েছে তার তুলনায় মার্চ’ ২০১৬-এর শেষে প্রকৃত নিট বৈদেশিক সম্পদের পরিমাণ, উক্ত রিজার্ভ হ্যাংকিংয়ের পরেও, দাঁড়িয়েছে অনেকে বেশি। অর্থাৎ ১ হাজার ৯৮১ বিলিয়ন টাকা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd