প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

63-20-107২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। মোদীর সাক্ষরসহ ২৭ সেপ্টেম্বরের একটি চিঠি ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়। চিঠিতে মোদী শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

মোদী চিঠিতে বলেন, দুর্যোগপূর্ণ এক সময় আপনার সাহসী নেতৃত্ব বাংলাদেশের মানুষকে আশার আলো দেখাচ্ছে। আপনার তত্ত্বাবধায়নে সামাজিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিক শান্তি ও সমৃদ্ধির পথে দ্রুততার সঙ্গে উন্নতি করছে।

আগামী মাসে গোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে মোদী লেখেন, আঞ্চলিক সম্প্রীতি বিষয়ে আলোচনার জন্য আগামী মাসে গোয়ায় আপনার সফরের অপেক্ষায় আছি আমি।

উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রীর জন্মদিনে এক টুইট বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল