প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর সিলেটে যেসব কর্মসূচিতে যোগ দেবেন

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর সিলেটে যেসব কর্মসূচিতে যোগ দেবেন

সংবাদ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর বুধবার সিলেট আসছেন। সফরকালে তিনি সিলেটে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
সিলেট জেলা প্রশাসন থেকে প্রেরিত ট্যুর শিডিউলে জানানো হয়, প্রধানমন্ত্রী বুধবার সকাল সাড়ে ৯টায় বিমানযোগে ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন। সকাল সাড়ে ৯টায় তিনি হযরত শাহজালাল(র.) মাজার জিয়ারত এবং সকাল ১০টায় হযরত শাহপরান(র.) মাজার জিয়ারত করবেন। সকাল ১১টায় তিনি জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ১১ পদাতিক ব্রিগেড-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা সোয়া ২টায় তিনি সিলেট সরকারি আলীয়া মাদ্রাস মাঠ থেকে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতুরা টি এস্টেট, সিলেট এবং মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের সার পরীক্ষাগার ও গবেষণা কের্ন্দ্রে উদ্বোধন এবং বিদ্যুত বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্র হোস্টেল নির্মাণ, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাত্রী হোস্টেল নির্মাণ, স্বাস্থ্য অধিদপ্তরের নার্সিং ডরমেটরী ভবন নির্মাণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ ব্যারাক ও জেলা পুলিশ লাইন্স অস্ত্রাগার নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তুর স্থাপন করবেন। বেলা আড়াইটায় তিনি আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত কয়েকদিন ধরে সিলেট নগরীতে ব্যাপক মাইকিং করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল